দৌলতখানে অতি জোয়ারে প্লাবিত ১০ গ্রাম : ক্ষতিগ্রস্তদের পাশে এমপি মুকুল

ছবি ফাইল

দৌলতখানে জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয়েছে বাঁধের ভেতর ও বাইরের নিচু এলাকা।

বুধবার (৫ -আগস্ট ) অস্বাভাবিক জোয়ারের কারণে তলিয়ে গেছে ফসলি জমি। ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় অনেকেই আশ্রয় নিয়েছেন উ‍ঁচু স্থানে।

বৈরী আবহাওয়ায় গৃহবন্দি হয়ে পড়েছেন দিনমজুরেরা। কাজে যেতে না পারায় তাদের জীবনে নেমে এসেছে দুর্ভোগ।

প্লাবিত এলাকাগুলোর মধ্যে,দৌলতখান পৌরসভা ১,৮ ভবানীপুর ইউনিয়নের ১,২,৩,৪,৫,৮,ওয়ার্ড, সৈয়দপুর ও চরপাতার নিম্নাঞ্চল এলাকা প্লাবিত হয়েছে।

এছাড়াও ২ থেকে তিন ফুট পানি বন্ধী হয়ে বেশ কিছু ঘরবাড়ি প্লাবিত হয়েছে।

অন্যদিকে দৌলতখানে হঠাৎ করে জোয়ারের পানি বৃদ্ধিতে নিমাঞ্চল প্লাবিত হওয়ায় শতাধিক ঘরবাড়ি পানি বন্ধীর খবরে তাদের পাশে ছুটে এসেছেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। এছাড়াও অতি জোয়ারে প্লাবিত ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন তিনি।

এদিকে সকাল থেকে আবহাওয়া কিছুটা ভালো থাকলেও দুপুরের পর হঠাৎ ভারীবর্ষণ হওয়ায় বেশ কিছু এলাকায় কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে, উপড়ে গেছে বেশ কিছু গাছ পালা। এছাড়াও বৈরী আবহাওয়ার কারণে দৌলতখানে সকাল থেকে বিদ্যুৎ সঞ্চালন লাইনে বিপর্যয় নেমে আসায় অনেক স্থানেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাসানুজ্জামান জানান, এক দিকে উজান থেকে নেমে আসা বন্যার পানির চাপ অপরদিকে পুর্ণিমা সেই সাথে যুক্ত হয়েছে সাগরে সৃষ্ট নিম্মচাপ, ফলে মেঘনা নদীতে আজ বিকালে জোয়ারের পানি বিপদ সীমার প্রায় ৪.৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এতে বেশ কয়েকটি স্পটে বেড়িবাধ ঝুকিপূর্ণ হয়ে পড়ে। তবে পানি উন্নয়ন বোর্ড জরুরি ব্যবস্থা গ্রহণ করেছে বলেও তিনি জানিয়েছেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page