সর্বশেষঃ

সরকারি সহায়তায় শুকনো খাবার বিতরণ

অতি জোয়ারের পানিতে ভাসছে ভোলার রাজাপুর : জনজীবন বিপন্ন

ভোলা সদর উপজেলার রাজাপুরের ৪ গ্রাম সহ মোট ২২ গ্রাম অতিরিক্ত জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে রাজাপুরের রামদাশপুরের শহস্রাধিক পরিবার। উল্লেখ্য গ্রামটির দুইদিকে মেঘনা নদী ও একদিকে মাসকাটা নদী অপরদিকে তেতুলিয়া নদী দ্বারা বেষ্টিত মধ্যখানে গ্রামটি অবস্থিত। চতুর্পাশে নদী থাকায় এখানকার মানুষের জীবন যেন পানিতেই ভাষমান। তারপরে অনাকাঙ্খিত অতিরিক্ত জোয়ারের পানি হঠাৎ করে হানা দিয়েই ভাসিয়ে নিলেন তাদের সবকিছু।
রাজাপুরের ১,২ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বারের স্বামী হযরত আলী জানান ভাই হঠাৎ করে জোয়ারের অতি পানি আমার সব ভাসিয়ে নিল আমার দোকানের মালামাল সব পানিতে ভেসে গেছে। শুধু আমার নয় আমার এগ্রামের সমস্ত লোকই এখন নিস্ব। ঘরে পানি বাহিরে পানি এত পানি তবুও একটু পেয়যোগ্য পানির অভাব। এখানকার গভীর নলকুপ গুলো ও রয়েছে পানিতে ডুবন্ত।
এদিকে আজ সরকারি সহায়তায় রাজাপুরের প্লাবিত প্রতিটি গ্রামেই ইউ,পি সদস্যদের মাধ্যমে শুকনা খাবার বিতরন করা হয়েছে। রাজাপুরের ৬ ওয়ার্ড ইউ,পি সদস্য আঃ সালাম বলেন, উপজেলা নির্বাহী অফিসার প্রদত্ত শুকনো খাবার চিড়া-মুড়ি আমার ৬ নং ওয়ার্ডে পানিবন্দি মানুষের মাঝে সুসমভাবে ঘরে ঘরে বিতরণ করেছি। প্রয়োজনে আরো সহায়তা প্রদানে সরকারি প্রস্তুতি রয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।