সাংবাদিকরা রাষ্ট্রের আয়না – কৃষিমন্ত্রী

 

টাঙ্গাইলের ধনবাড়ীতে হয়ে গেলো ইলেকট্রনিক্স এন্ড প্রিন্ট মিডিয়া এসোসিয়েশন (ই.পা.ধ) এর কার্যলয় উদ্বোধন।

ধনবাড়ী উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ২য় তলায় সোমবার (০৩ আগষ্ট) বিকালে প্রধান অতিথি হিসাবে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যলয় উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনকালে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেন, ধনবাড়ী আমাদের প্রাণের ভূমি। আমরা সকলেই ধনবাড়ীর সন্তান। তাই আমাদের সকলের দায়িত্ব সকল দিক থেকে ধনবাড়ীকে এগিয়ে নিয়ে যাওয়া। আর এই মহান দায়িত্বটি পালন করতে হবে মিডিয়াকর্মীদের। সুন্দর নির্ভুল বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার মধ্য দিয়ে আমাদের প্রিয় ধনবাড়ীকে উপস্থাপন করতে হবে জাতির সামনে। আজকে ধনবাড়ীর সকল মিডিয়াকর্মীদের এক জায়গায় দেখতে পেরে আমার ভালো লাগছে।

সংগঠনের সভাপতি রবিউল আলম সাহীনের সভাপত্বিতে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধনবাড়ী পৌর মেয়র মঞ্জুরুল ইসলাম তপন, মহিলা ভাইস চেয়ারম্যান জেব উন নাহার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম বেলাল, ধনবাড়ী সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ আক্তারুজ্জামান, মুশুদ্দি রিজিয়া কলেজের অধ্যক্ষ কেশব চন্দ্র দাশ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইকবাল হোসেন তালুকদার, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মনিরুজ্জামান বকল প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনে সাধারণ সম্পাদক জাহিদ হাসান সুমন। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন একাত্তর টেলিভিশনের সিনিয়র ম্যানেজার আব্দুর রউফ সংগ্রম।

এছাড়াও অনলাইনে সংযুক্ত ছিলেন, মিডিয়া ব্যাক্তিত্ব খন্দকার আলমগীর, এটিএন বাংলার এডিশনাল ভাইস প্রেসিডেন্ট মুকাদ্দেম বাবু, দ্যা ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সিনিয়র সাব এডিটর আবু মো. মাসানী, মিডিয়া ব্যাক্তিত্ব সৈয়দ আপন আহসান, কবি ও সাংবাদিক চপল মাহমুদ প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।