ভোলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারধর।। বসতঘর ভাংচুরের অভিযোগ

ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নে মাদক সেবনে বাধা দেয়ায় স্থানিয় বখাটে কর্তৃক মারধর ও বসতঘরে ভাংচুরের অভিযোগ উঠে। ঘটনাটি রবিবার ২ আগষ্ট ওই ইউনিয়নের পূর্ব কানাইনগর গ্রামের আব্দুল হাসিম চাপরাশী বেপারী বাড়ির দরজার সামনে ঘটে।

অভিযোগে স্থানিয় মোঃ ফারুক মিয়া (৫০) জানান, ঘটনার দিন কোঁড়ার হাট বাজারে একদল বখাটে প্রকাশ্যে মাদক সেবন করায় তার ছেলে মোঃ আলম (২০) বখাটেদের নিষেধ করলে তার আমার ছেলের উপর হামলা করে মারধোর করে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করলে স্থানিয় নিক্সন মেম্বার মাদক সেবনকারীদের পক্ষ নিয়ে আমাকেও মারধোর করে।
আমি বিষয়টি স্থানিয় গণ্যমান্যদের জানালে নিক্সন ও তার দলবল আরো ক্ষিপ্ত হয়ে গতকাল রাঁতে আমাদের দুটি বসতঘরে হামলা ও ভাংচুর করে।

অভিযুক্ত নিক্সন মেম্বারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এই রিপোর্ট লিখা পর্যন্ত ভুক্তভোগী পরিবার থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানাযায়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page