মনপুরায় পুকুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ॥ এলাকায় শোকের ছায়া

ভোলার মনপুরায় খেলতে গিয়ে একই পুকুরের পানিতে ডুবে দুই শিশু মৃত্যুবরণ করে। এতে এলাকার শোকের ছায়া নেমে আসে। সোমবার বেলা ১২ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের সোনারচর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত দুই শিশুরা হলেন, মাইনুদ্দিনের মেয়ে রিমা (৩) ও রিয়াজের মেয়ে রিনা (৫)। এরা দুইজন হাজিরহাট ইউনিয়নের সোনারচর গ্রামের বাসিন্দা ও প্রতিবেশী।

মৃত শিশুদের অভিভাবক মাইনুদ্দিন ও রিয়াজ জানান, সকাল ১০ টায় দুইজন খেলতে বাড়ি থেকে বের হয়। কিছুক্ষণ পরে শিশুদের দেখতে না পেয়ে খোঁজাখুজি করা হচ্ছিল। একপর্যায়ে বাড়ির পুকুরে দুইজনকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ডাক্তার সাহেব বলে কান্নায় ভেঙ্গে পড়ে মৃত শিশুদের অভিভাবক দুইজনই।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ডাঃ শিপন চন্দ্র পাল জানান, পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে আসার আগে মৃত্যু হয় বলে জানান তিনি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।