সর্বশেষঃ

টাঙ্গাইলের মধুপুরে জুয়েলার্সে চুরির ঘটনায় সাড়ে ৬ মাস পর গ্রেফতার -৪

টাঙ্গাইলের মধুপুর পৌরশহরে গত ৬ জানুয়ারি নিউ রেখা জুয়েলার্সে ডাকাতির ঘটনায় সাড়ে ৬ মাস পর ৪ জন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান মধুপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এসএসপি) কামরান হোসেন। গ্রেফতারকৃতরা হলেন, শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার নূর ইসলামের ছেলে সোহেল মিয়া (৩০), গাজীপুর টঙ্গী পশ্চিম থানার সাতাইশ চৌরাস্তার সামছুল হকের ছেলে রিপন মিয়া (৩৪), জামালপুর জেলার মেলান্দহের মো. সিরাজের ছেলে রুবেল (২৯), শরীয়তপুর জেলার জাজিরার সেনের চরের সুলতানের ছেলে তপণ (২৪)।

এএসপি কামরান হোসেন জানান, পরিকল্পিতভাবে গত ৬ জানুয়ারি সন্ধ্যায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে নিউ রেখা জুয়েলার্সের দোকানে ডাকাতির ঘটনা ঘটায় তারা। ওই জুয়েলার্সের দোকনের মালিক দুর্লভ কর্মকারের দাবি তার ৩০ ভরি স্বর্ণালঙ্কার লুট হয়েছে। যার বাজার মূল্য ছিল ১৬ লাখ টাকার উপরে। পরের দিন ৭ জানুয়ারি মধুপুর থানায় একটি মামলা করেন।

এ ঘটনায় সন্দেহভাজন স্থানীয় একজনকে আটক করলে তার তথ্য অনুযায়ী কিছু সূত্র পাওয়া যায়। পরে প্রযুক্তির সহায়তায় ডাকাতদলের অবস্থান গাজীপুর ট্র্যাক করে গত বুধবার (২২ জুলাই) তার নেতৃত্বে অভিযান চালিয়ে ওই ৪ জনকে গ্রেফতার করে মধুপুর থানার ওসি তারিক কামাল।

মধুপুর থানার ওসি তারিক কামাল জানান, ঘটনাটি কয়েক মাস আগের হওয়ায় তাদের কাছে থেকে সব মালামাল জব্দ করা সম্ভব হয়নি। তবে তারা যে দোকানে স্বর্ণালঙ্কার বিক্রি করেছে তা ডিটেক্ট করে আংশিক মালামাল জব্দ করা গেছে। ডাকাতির সঙ্গে সম্পৃক্ত স্থানীয় এক স্বর্ণ ব্যবসায়ীকে আটকের কথা জানান তিনি। তবে তাকে জিজ্ঞাসাবাদ ও তথ্য যাচাই-বাচাই করা হচ্ছে। তাই তদন্তের স্বার্থে তার সম্পর্কে এখনই কিছু জানানো হয়নি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।