নানান সমস্যায় জর্জরিত বিচ্ছিন্ন রামদাসপুরের কয়েক হাজার মানুষ
দৌলতখানে লাইসেন্স ছাড়া গ্যাস বিক্রি :ব্যবসায়ীদের জরিমানা

ভোলার দৌলতখানে নীতিমালা লঙ্ঘন করে যত্রতত্র এলপি গ্যাস বিক্রি করার দায়ে পাঁচ ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে ঘন্টা ব্যাপী দৌলতখান বাজারের পৌরশহরে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ।
এসময় পরিবেশ, বিস্ফোরক লাইসেন্স না থাকয়া, পরিমাণের চেয়ে বেশি মজুদ রাখায় ও কার্যকরী অগ্নিনির্বাপক ব্যব¯’া গ্রহণ না করায়, আল বারাকা ফার্ণিসার্সকে ২ হাজার, ঈশা ট্রেডার্সকে ২ হাজার,আলম পার্টস স্টোরকে ২ হাজার, মেসার্স মা স্টোরকে ২ হাজার ও আয়ূব আলী মুন্সিকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। অন্যদিকে মাস্ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১ হাজার টাকা ও অবৈধ কারেন্ট জাল বিক্রির দায়ে অপর এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জীতেন্দ্র কুমার নাথ জানান,, দাহ্য পদার্থ বিক্রির সুর্নিদিষ্ট বিধিমালা রয়েছে। যত্রতত্র বিক্রির কোনো সুযোগ নেই। আমরা শহরের দোকানগুলোতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবসায়ীদের প্রাথমিকভাবে জরিমানা ও সতর্ক করেছি। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে । এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহাফুজুল হাসনাইন ও থানার উপ-পরিদর্শক (এসআই) মাহামুদুল হাসান সহ সংগীয় ফোর্স উপস্থিত ছিলেন।