সর্বশেষঃ

চরফ্যাশনে ছাত্রী অপহরণ ও হত্যা মামলার প্রধান আসামি রাকিব গ্রেফতার

ভোলার চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়নের সপ্তম শ্রেণীর মেধাবী ছাত্রী তানজিলা অপহরণ ও হত্যা মামলার অন্যতম প্রধান আসামি রাকিব কে গ্রেফতার করা হয়েছে৷ ২১ জুলাই দুপুর ১ টার সময় মোবাইল ট্রাকিং ও গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্ত কর্মকর্তা চরফ্যাশন থানার এস আই ইয়াছিন পাইকের নেতৃত্বে চরফ্যাশন নতুন বাস স্ট্যান্ড থেকে পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেফতার করেন।
তানজিলার বাবা আনোয়ার হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার পরিবার তানজিলার হত্যাকারী প্রধান আসামি রাকিবকে গ্রেপ্তারের খবর শুনে অত্যন্ত আনন্দিত৷ আমার নিষ্পাপ মেয়ে তার ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে পারল না৷ পারেনি মুক্তভাবে একটু নিঃশ্বাস নিতে৷ আমি মামলার অন্য আসামিদের অনতিবিলম্বে গ্রেফতার করে দেশের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবি জানাচ্ছি৷ আমার মতো অন্য কারো মা-বাবা যেন তার আদরের সন্তানকে এমন মর্মান্তিক ঘটনায় মাটি দিতে না হয়৷
চরফ্যাশন থানা অফিসার ইনচার্জ জানান তানজিলার বাবা আনোয়ার হোসেনের দায়ের করা অপহরণ ও হত্যা মামলা আমলে নিয়ে তদন্ত শেষে মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে আজ দুপুর ১ টার সময় পালিয়ে যাওয়ার প্রস্তুতিকালে রাকিবকে চরফ্যাশন নতুন বাস স্ট্যান্ড থেকে গ্রেপ্তার করা হয়েছে বর্তমানে সে চরফ্যাশন থানায় আছেন৷ বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে৷ এ মামলার আসামিদের গ্রেফতারে পুলিশের পক্ষ থেকে কোনো গাফিলতি নেই৷

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।