ভোলা সরকারি স্কুলের পুরনো ভবনের ডিজাইন অক্ষুন্ন রেখে সংস্কারের দাবিতে ৮৭-ব্যাচের আলোচনা সভা

৮৭-ব্যাচের ভার্চুয়াল আলোচনা সভা।

ভোলা সরকারি স্কুলের পুরনো ভবনের ডিজাইন অক্ষুন্ন রেখে সংস্কারের দাবীতে ৮৭-ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জলাই) রাত ৯ টায় দৈনিক ভোলার বাণী পত্রিকার ফেসবুক পেইজে লাইভের মাধ্যমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভোলা সরকারি স্কুলের ৮৭-ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও ভোলা প্রেসক্লাব এর সাবেক সম্পাদক সামস উল আলম মিঠুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ৮৭-ব্যাচের শিক্ষার্থী হায়দার আলী লেলিন, বাপ্তা ইউপি চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা, আশেক রাব্বানী, প্রকৌশলী হাফিজুর রহমান, মোঃ ইমরান, দৈনিক ভোলার বাণী সম্পাদক মোহাঃ মাকসুদুর রহমান, লন্ডন প্রবাসী হাসান মাহমুদ, প্রফেসর এনায়েত হোসেন, নন্দন টিভির সিইও নীল উৎপল দেবনাথ।

আলোচনা সভায় বক্তারা ভোলার শততম বয়সী সরকারি স্কুলের পুরাতন ভবনকে পুরাতন ডিজাইন অক্ষুন্ন রেখে সংস্কারের দাবি রাখেন।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ আবৃত্ত সংসদের রাজশাহী অঞ্চলের সাংগঠনিক সম্পাদক শরীফ আহমেদ বিল্টু।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।