সর্বশেষঃ

টাঙ্গাইল ধনবাড়ীতে ব্যাটারী চুরি করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্টে নিহত

 

টাঙ্গাইল ধনবাড়ী উপজেলায় যদুনাথ পুর ইউনিয়নের গোবিন্দচরণ গ্রামে ব্যাটারি চালিত পরিবহন অটোর ব্যাটারীর সাথে নিহত অবস্থায় একজন কে পাওয়া যায়।

এলাকাবাসীর ধারনা, গোবিন্দচরণের রুবেলের অটোগাড়ীর ব্যাটারী চুরি করে। তারপর একই এলাকার শামসুদ্দিনের বাড়ি ব্যাটারী চুরি করতে গিয়ে বিদ্যুতের পৃষ্ট হয়ে মারা যায়।

ধনবাড়ী থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই, শুক্রবার ২০২০ ইং তারিখে দিবাগত রাতে উপজেলা গোবিন্দচরণ গ্রামে মৃত মেছের উদ্দিনের ছেলে শমেস উদ্দিন (শামু) নিজ ঘরে অটো গাড়ি চার্জ দিয়ে ঘুমিয়ে থাকাবস্থায় পার্শ্ববর্তী জামালপুর জেলায় সদর উপজেলার রশিপুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের মৃত আমির আলীর ছেলে মোঃ খোকন মিয়া অটো গাড়ি চুরি করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মারা যায়। ১৮ জুলাই সকালে ধনবাড়ী থানার তদন্ত ও.সি মোঃ সৈকত হাসান, এস.আই আরিফুল ইসলাম, এ.এস.আই আশরাফুল সহ সঙ্গীয় ফোর্স নিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপার ধনবাড়ী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।