কালীগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণ সংক্রান্ত ডরপ’র ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম ভোলা জেলার অভিষেক ও পরিচয়পত্র বিতরণ

ভোলায় জাতীয় সাংবাদিক ঐক্য ফোরামের জেলা কমিটি ২০২০ইং এর অভিষেক ও পরিচয়পত্র আইডি বিতরনী অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬জুলাই দুপুর ১.৩০মিনিটে সদরে আলম প্লাজার চতুর্থ তলায় ভোলা জেলার ঐক্য ফোরামের অস্থায়ী কার্যালয়ে এ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান ফাহাদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলার উপদেষ্টা মন্ডলীর সদস্য ও প্রবীণ সাংবাদিক মোঃ বশির আহমেদ,বক্তব্য রাখেন,জেলা কমিটির সভাপতি ও গন টেলিভিশনের ভোলা জেলা প্রতিনিধি এম এন আলম, সিনিয়র সহসভাপতি মাই টিবির জেলা প্রতিনিধি,আরিফ হোসেন লিটন সহসভাপতি অরজুন চন্দ্র দে, দৈনিক ভোলার বানীর মোঃ আবু তাহের, হেলাল উদ্দিন নয়ন, দৈনিক সমকন্ঠ পত্রিকা ও নবগঠিত জেলা কমিটির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম তুহিন, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান ফাহাদ, যুগ্ন সাধারণ সম্পাদক আবদুর রহমান তুহিন, জেলার সহ সম্পাদক অনিক আহমেদ,এবং ধর্ম বিষয়ক সম্পাদক আরিফ হোসেন ইমন প্রমুখ।
এসময় বক্তারা নবগঠিত সংগঠনকে গতিশীল করার লক্ষে এবং ভোলা জেলায় সাংবাদিকদের অধিকার আদায়ের লক্ষে, সামাজিক উন্নয়ন কাজ করার দৃড় প্রত্যয় ব্যক্তকরে দিকনির্দেশনা মুলক বক্তব্য প্রধান রাখেন।
এসময় বক্তারা জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
বক্তব্যকালে সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান ফাহাদ জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম ভোলা জেলার নির্বাহী সদস্য ও দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক করোনা আক্রান্ত এডভোকেট মনিরুল ইসলামের দ্রুত রোগমুক্তি ও আরোগ্য কামনায় সংগঠনের সকলের কাছে দোয়া চেয়েছেন।
পরে অভিষেক ও পরিচিতিসভা শেষে ভোলা জেলা নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দদের হাতে জাতীয় সাংবাদিক ঐক্য ফোরামের পরিচয়পত্র ও আইডি কাড তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দরা। এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম ভোলা জেলা শাখার আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মনসুর আলম, ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ যুবরাজ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ রানা, প্রচার সম্পাদক আবদুল্লাহ আল মামুন,সহ প্রচার সম্পাদক এইচ এম এরশাদ, সিম্পোজিয়াম ও পরামর্শ সম্পাদক ইকবাল হোসেন, নির্বাহী সদস্য তসলিম নেওয়াজ, আবু জাফর উপস্থিত ছিলেন।