গলাচিপায় পূর্ব শত্রুতার জের ধরে হামলা : আহত-৪
পটুয়াখালী গলাচিপা উপজেলা ডাকুয়া ইউনিয়ন পাংঙ্গাশীয়া বাজারে জমাজমি নিয়ে পূর্ব শত্রুতার কারনে হমলায় উভয় পক্ষের চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা গেছে, ১৬ জুলাই আনুমানিক সকাল আটায় স্থানীয় সবুজের দোকানের সামনে উভয় পক্ষ একাত্রিত হলে এক পর্যায়ে মারামারি ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের একজন নারী সহ চারজন আহত হয়ে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে। বিষয়টি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছে স্বজনদের মধ্যে। একাধিক বার চেস্ট করেও কোন সমাধান আসছে না বলে ভুক্তভোগী মোঃমিজানুর রহমান (৫৩) জানান।।