ভোলার মনপুরায় করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

ফাইল ছবি:

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় করোনা উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

মৃত নিরব মাঝি (৪৫) উপজেলার মনপুরা ইউনিয়নের কলাতলী চরে ১নং ওয়ার্ডের বাসিন্দা।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহমুদুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত দুদিন আগে করোনা উপসর্গ নিয়ে নিরব মাঝি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ডা. শিপন চন্দ্র পালের কাছে আসেন। তখন উন্নত চিকিৎসার জন্য তাকে ভোলা হাসপাতালে স্থানান্তর করা হয়।

কিন্তু তিনি ভোলা না গিয়ে উপজেলার হাজিরহাট ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ফারুক মেম্বারের বাড়িতে থেকে চিকিৎসা নেন।

সোমবার সকালে অবস্থার অবনতি হলে হাসপাতালে নিয়ে আসার পথে তিনি মারা যান।

মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। মৃত ব্যক্তির আত্মীয় ফারুক মেম্বারের বাড়িটি লকডাউন করা হয়েছে।

এ ব্যাপারে ফারুক মেম্বার মোবাইল ফোনে জানান, গত দুদিন ধরে নিরব মাঝির জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্ট ছিল। সোমবার সকালে স্পিডবোটে ভোলায় নেয়ার আগে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যায়। পরে উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।