লালমোহনে তেতুলিয়া নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

ভোলার লালমোহনের তেঁতুলিয়া নদী থেকে এক জন বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা যায় তার নাম আজগর আলী (৬৫)। সে লালমোহন পৌরসভা ৪নং ওয়ার্ড নয়ানীগ্রামের মৃত ল্যাংড়া বয়াতির ছেলে।
সোমবার (১৩ জুলাই) সকালে বদরপুর ইউনিয়নের নাজিরপুর এলাকার তেতুলিয়া নদী থেকে এ লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানা অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবীর জানান, নাজিরপুর এলাকায় নদীতে সোমবার সকালে ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
তিনি আরও জানান, লালমোহন-ঢাকা লঞ্চে আজগর আলী বিছানা বিছিয়ে যাত্রীদের কাছ থেকে ২০-৫০ টাকা নিয়ে জীবিকা নির্বাহ করতো। লঞ্চ ছেড়ে দেয়ার পর তড়িঘড়ি করে নামতে গিয়ে হয়ত অসাবধানতাবশত নদীতে পড়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। লাশের সুরতহাল রিপোর্টের জন্য ভোলা প্রেরণ করা হয়েছে।