ভোলায় নতুন আরও ৫ জনের করোনা শনাক্ত

ফাইল ছবি:

ভোলায় নতুন করে আরো ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬২ জনে।

নতুন আক্রান্তদের মধ্যে ভোলা সদর উপজেলায় ৩ জন, লালমোহন উপজেলায় ২ জন রয়েছে। এছাড়া নতুন করে সুস্থ হয়েছেন আরো ২০ জন। এ নিয়ে জেলায় মোট ১৭৭ জন সুস্থ্য হয়েছেন।

বৃহস্পতিবার সকালে ভোলার সিভিল সার্জন দপ্তর এতথ্য নিশ্চিত করেন। সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় করোনা আক্রান্ত ৩৬২ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১৭৭ জন। এর মধ্যে ভোলা সদর উপজেলায় করোনায় আক্রান্ত ১৬৪ জনের মধ্যে সুস্থ ৭৬ জন। দৌলতখানে আক্রান্ত ২৭ জনের মধ্যে সুস্থ ১৯ জন। বোরহানউদ্দিনে আক্রান্ত ৪৬ জনের মধ্যে সুস্থ ২৪ জন, তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ২৪ জনের মধ্যে সুস্থ ৭ জন, লালমোহনে আক্রান্ত ৪০ জনের মধ্যে সুস্থ ১৯ জন, চরফ্যাশনে আক্রান্ত ৪৩ জনের মধ্যে সুস্থ ২৩ এবং মনপুরা উপজেলায় আক্রান্ত ১৮ জনের মধ্যে সুস্থ ৯ জন। আক্রান্তরা নিজ নিজ উপজেলা হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে আইসোলেশনে রয়েছেন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে ভোলা সদর, লালমোহন ও চরফ্যাশনে ৪ জনের মৃত্যু হয়েছে। এর বাইরে উপসর্গ নিয়ে আরো অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে।

সূত্র আরও জানায়, এ পর্যন্ত ভোলা জেলায় ৩৯২৯ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা ও বরিশাল ল্যাবে পাঠানো হয়েছে। এর মধ্যে রির্পোট এসেছে ৩৭২০ জনের। এছাড়া ২০৯ জনের রির্পোট এখনো অপেক্ষমান রয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।