ভোলায় গাছের সাথে আটকে পড়া ট্রাক ড্রাইভারকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস কর্মীরা

ভোলা চরফ্যাশন থেকে চট্রগ্রামের উদ্দ্যেশে আসা একটি ট্রাক ভোলা সদর দিয়ে যাওয়ার সময় রাত আনুমানিক ১২ টার সময় আলিনগর মাদ্রাসা বাজারের পূর্বে ট্রাকটি অন্য একটি গাড়িকে সাইড দিতে গিয়ে গাছের সাথে হেলে পড়ে যায়। এতে ট্রাকটির হেলে পড়ে গাছের সাথে ড্রাইভার আটকে যায়। এলাকাবাসি ড্রাইভারকে উদ্ধার করতে গিয়ে ব্যর্থ হয়ে ভোলা ফায়ার সার্ভিস অফিসে ফোন করলে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ সফিকুল ইসলাম এর নেতৃত্বে ফায়ারম্যান আবুল কালাম আজাদ, মিজান সর্দার, সাকিল মাহমুদ সহ অন্যান্য ফায়ার সার্ভিসের লোকজন মিলে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করান। ফায়ার সার্ভিসের মহানুভবতায় বেচে গেলে আটকিয়ে পড়া ট্রাক ড্রাইভার।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সফিকুল জানান, সড়ক দূর্ঘটনায় আটকে পড়া ড্রাইভারের জেলা চট্রগ্রামে। আহত ট্রাক ড্রাইভার সেকান্দের ছেলে রুহল আমিনের বলে নিশ্চিত পাওয়া যায়।
আটকে পড়া ট্রাক ড্রাইভার রুহল আমিনকে পা ভাঙ্গা অবস্থায় ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করানো হলে হাসপতাল কর্তৃপক্ষ জানায় আমাদের কাছে আপাতত বেন্ডিসের মালামাল নেই।
ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, রাত আনুমানিক ১.৩০ মিনিটের আমরা যুগিরঘোলের একটি ফার্মেসি খুলে মালা মাল ক্রয় করে তার ভাঙ্গা পা বেন্ডিস করতে বলি তখন তারা তার বেন্ডিস করে। এ ব্যাপারে ভোলা সিভিল সার্জন রতন কুমার ঢালিকে ফোন করলে তিনি জানান, আমার কিছু করার নেই; সব তত্বাবধায়ক জানেন, এটা আমার কাজ না।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।