নানান সমস্যায় জর্জরিত বিচ্ছিন্ন রামদাসপুরের কয়েক হাজার মানুষ
গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক জনের মৃত্যু।। আহত এক

গলাচিপায় হাবিল হাওলাদার (৫৫) নামের এক ব্যক্তির বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পূর্ব কলাগাছিয়া গ্রামে মঙ্গলবার সকালে।
জানা গেছে, গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের আলী আকবর হাওলাদারের ছেলে হাবিল হাওলাদার মঙ্গলবার সকালে বাঁশ কাটতে যায়। এ সময় ১১হাজার ভোল্টের তারের উপর বাঁশটি পড়ে গেলে তাৎক্ষনিক ভাবে বাঁশটি বিদ্যুৎ তাড়িত হয়। বাঁশটি হাবিল হাওলাদার ধরলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্লে মারা যায়। পাশে থাকা আ: রহিম হাওলাদার তাকে বাঁচাতে গেলে সেও ছিটকে পড়ে যায় এবং আহত হয়। স্থানীয় ইউপি সদস্য আঃ আউয়াল ঘটনার সত্যতা স্বীকার করেছে।
এ ব্যাপারে গলাচিপা উপজেলা জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী মো: মাঈনুদ্দিন জানান, বিষয়টি শুনেছি। তবে পল্লী বিদ্যুৎকে অবহিত না করে এগার হাজার ভোল্টের পাশে থাকা বাঁশ অথবা কাছ গাছ কাটতে যাওয়া ঠিক হয়নি।