সর্বশেষঃ

তজুমদ্দিনে এতিমের জমি দখলের প্রতিবাদে ভোলায় বিধবা মায়ের সংবাদ সম্মেলন

এতিমের জমি দখলের প্রতিবাদে ভোলায় এক বিধবা মায়ের সংবাদ সম্মেলন। রবিবার সকাল ১১ টার সময় ভোলা প্রেসক্লাবের হল রুমে এই সংবাদ সম্মেলন করেন বিধবা মা’ মনেজা খাতুন ( ৫৫)। তিনি ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার চাচড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা ও মৃত সফিউল্লাহর স্ত্রী। ৩ কন্যা ও ১ ছেলে নিয়ে বিধবা মা’ মৃত স্বামীর বসত ভিটায় মানবেতর জীবন যাপন করে আসছেন। তিনি তার লিখিত বক্তব্য পাট করে বলেন, আমার মৃত স্বামীর পৈত্রিক সুত্রে ওয়ারিশি সম্পত্তি, যাহার মৌজা উত্তর চাচড়া, জেএল নং -৫৩, খতিয়ান নং-১২৫০,৭৬৫,৭৫৪, জমির পরিমান ৪২ শতাংশ। স্থানিয় নব্য-আওয়ামীলীগ সভাপতি মোঃ সামসুল হক মাষ্টার সম্পুর্ণ অবৈধ ভাবে গত ০১-০৬-২০ ইং তারিখে আমার এতিম সন্তানের উল্লেখিত খতিয়ানের আনন্দ বাজারের পাশের জমিটিতে ঘর উত্তোলণ করেন। খবর পেয়ে আমি ও আমার সন্তানরা ঘটনা স্থলে গিয়ে প্রতিবাদ করলে আমাদের মেরে আহত করে পুকুরের মধ্যে ফেলে দেয়। আমি ঘটনাটি মাননীয় সংসদ নুরুন নবী চৌধুরী শাওন, উপজেলা চেয়ারম্যান ও এলাকার গণ্যমাণ্যদের জানাই। এতে সামসুল মাষ্টার ও তার দল বল আমাদের উপর ক্ষিপ্ত হয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। তারা বলছে তজুমদ্দিন থেকে চলে যেতে। আমি থানা পুলিশ করেও আমার কোন বিচার পাইনি। বর্তমানে আমি ৪ টি এতিম সন্তান নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। স্বামী হারিয়েছি, এতিম সন্তানদের নিয়ে কোন রকম বেঁচে আছি। এই অবস্থায় স্বামীর ভিটে মাটি থেকে আমি এদেরকে নিয়ে কোথায় যাব। তাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাই পারেন এই ভুমি দস্যুদের হাত থেকে আমাদের রক্ষা করতে। আমি সাংবাদিক ভাইদের বলবো দয়া করে আমার ঘটনাটি একটু প্রচার করে আমাকে সঠিক বিচার পাইয়ে দেয়ার ব্যাবস্থা করেন, তানা হলে এতিম সন্তানদের নিয়ে আমার মৃত্যু ছাড়া আর কোন পথ খোলা নেই।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।