সর্বশেষঃ

লালমোহনে পুলিশ সদস্যসহ নতুন আক্রান্ত-৫

ভোলার লালমোহনে এক পুলিশ সদস্য ও ব্যাংক কর্মকর্তাসহ নতুন করে আরও ৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে উপজেলায় মোট করোনা রোগীর সংখ্যা ৩৬ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৮ জন। নতুন আক্রান্তরা হলেন- লালমোহন থানার পুলিশ কন্সটেবল উজ্জল সমাদ্দার (২৫), সোনালী ব্যাংক লালমোহন শাখার কর্মকর্তা রুবেল মিয়া (৩৮), পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা সেলিনা খানম (৪৩), লালমোহন পৌরসভার ২নং ওয়ার্ডের বাসিন্দা শাহানারা বেগম (৬২) এবং একই ওয়ার্ডের ৮ বছরের শিশু মো. ইয়াস আহমেদ। বিষয়টি নিশ্চিত করে লালমোহন হাসপাতালের আরএমও ডা. মো. মহসিন খান বলেন, শনিবার দুপুরে এসব ব্যক্তিদের করোনা রিপোর্ট পজেটিভ আসে। এরা বর্তমানে নিজ নিজ বাসায় অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page