সর্বশেষঃ

গলাচিপায় সরকারী রাস্তা কেটে বাঁশের বেরা, চলাচলের ভোগান্তি

পটুয়াখালী গলাচিপা উপজেলায় সরকারী রাস্তা কেটে ডোবা – নালা অতঃপর বাঁশের বেরা দিয়ে আটকে দেওয়া হয়েছে প্রতিপক্ষের বাড়িতে আশ যাওয়া ব্যবস্থা।

জানা গেছে রতনদি তালতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ফরাজি বাড়ির পুকুর পার ঘেঁষে নির্মিত রাস্তা কেটে ডোবা- নালা তৈরি করে বাঁশের বেরা দেওয়ার খবর পাওয়া গেছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এর কাছে চলাচলের বিঘ্নিত হওয়ার কারনে অভিযোগ করেন ভুক্তভোগী মোঃ সোলায়মান হিরা সবুজ। অভিযোগটি আমলে নিয়ে গলাচিপা থানা অফিসার্স ইনচার্জ কে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

আরও জানা যায় বড়বাধ মুন্সী বাড়ি থেকে ফরাজি বাড়ির পুকুর পার ঘেঁষে মোল্লা বাড়ি পর্যন্ত সরকারি অনুদানে রাস্তটি ২০০৭-২০০৮ অর্থ বছরে নির্মাণ করা হয়েছিল। পূর্ব শত্রুতার ঝেড়ে আদালতে একাধিক মামলা রয়েছে পক্ষদ্বয়ের। বিরোধিয় বিষয় নিয়ে একাধিক সালিশ টেবিল তৈরি হলেও সমাধানের পথ আজও মেলেনি। সরজমিনে গেলে দক্ষিণ চর বিশ্বাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মস্তোফা ফরাজির কাছে রাস্তা কাটা ও বেরা দেওয়ার বিষয় জানতে চাইলে তিনি কোন প্রকারের মতামত না দিয়েই স্থান ত্যাগ করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।