সর্বশেষঃ

দৌলতখানে স্কুল শিক্ষার্থীকে মারধর

দৌলতখানে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে জান্নাতুল মাওয়া নামে এক স্কুল শিক্ষার্থীকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে । গতকাল উত্তর-জয়নগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গফুর আলী হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। ওই শিক্ষার্থী উপজেলার আযাহার আলী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী। গুরুত্বর আহত ওই শিক্ষার্থী বর্তমানে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় তার মা কেও মারধর করার অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গফুর আলী হাওলাদার বাড়ির চাঁন মিয়া হাওলাদার ও একই বাড়ির আবুল কালামের সাথে দীর্ঘ দিন ধরে জমি জমার বিরোধ চলে আসছে। শুক্রবার সকালে জমি জমা বিরোধের বিষয় টি সমাধানের জন্য ইউপি মেম্বার ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে শালিসি বৈঠকে বসেন। শালিসিতে উভয় পক্ষের মাঝে বাকবিতণ্ডা হয়। শালিসের এক পর্যায়ে চাঁন মিয়া হাওলাদারের মেয়ে জান্নাতুল মাওয়ার তাদের পুরাতন বাড়ি থেকে দলিল ও প্রয়োজনীয় কাগজ পত্র আনতে গেলে আবুল কালামের ছেলে সাহাবুউদ্দিন তাকে মারধর করেন । জান্নাতুল মাওয়ার ডাক চিৎকারে উভয় পক্ষের লোকজন চলে আসে এবং দুই পক্ষের মধ্যে হাতাহাতি সৃষ্টি হয়।
অন্যদিকে অভিযুক্ত সাহাবুদ্দিনের বাবা আবুল কালাম , ওই স্কুল শিক্ষার্থীকে মারধরের বিষয়টি অস্বীকার করেন।
বাংলাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জিন্নাত জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page