সর্বশেষঃ

ন্যাশনাল ডায়াগনষ্টিকের মালিক খোরশেদ আলম আর নেই ॥ বিভিন্ন মহলের শোক

ভোলা জেলার আদি প্রতিষ্ঠান ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারের মালিক আলহাজ্ব খোরশেদ আলম আর নেই। তিনি দীর্ঘদিন যাবত কিডনী ও লিভার জনিত রোগে ভুগছিলেন। গতকাল বুধবার বিকাল ৩টায় ঢাকায় নেয়ার পথে গ্রীণ লাইন লঞ্চে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি—–রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, ৫ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজের জানাযা আগামীকাল বৃহস্পতিবার ভোলা টাউন স্কুল খেলার মাঠে সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভোলা জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর, ডায়াগনষ্টিক মালিক সমিতির সভাপতি জাহিদুল হক শুভ, সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান, দৈনিক বাংলারকণ্ঠ সম্পাদক হাবিবুর রহমান, ভোলা প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সেক্রেটারী এম এ তাহের, আজকের ভোলা সম্পাদক মুহা: শওকাত হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন, দক্ষিণ প্রান্ত সম্পাদক এডভোকেট নজরুল হক অনু, ইত্তেফাক প্রতিনিধি আহাদ চৌধুরী তুহিন, সাংবাদিক মোকাম্মেল হক মিলন, এম ওমর ফরুক, যুগান্তর ও আরটিভি প্রতিনিধি অমিতাভ রায় অপু, ভোলার বাণী সম্পাদক মুহা: মাকসুদুর রহমান প্রমূখ। উল্লেখ্য, মরহুম খোরশেদ আলম উপকণ্ঠ ডটকম’র প্রকাশক ও সম্পাদক সুলাইমান এর বাবা, ভোলা জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাসির রহমান রবীন চৌধুরীর শ্বশুর।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।