বোরহানউদ্দিনে বেগম রোকেয়া দিবস ২০২৪ পালিত, সম্মাননা পেলেন ৫ জয়িতা
সর্বোচ্চ ৪১,২৬০০০ টাকায় কালুপুর ঘাট ইজারা পেলেন আনোয়ার হোসেন
ভোলা সদর উপজেলায় ইলিশার কালুপুর লঞ্চঘাট উম্মুক্ত দরপত্রের মাধ্যমে গতকাল সোমবার কালুপুর ঘাট এলাকায় বি,আই,ডব্লিউ,টি,এ, এর ভোলা ডিভিশনের উর্ধ্বতন কর্মকর্তাগন খোলা দর প্রকাশে আগ্রহী ব্যাক্তিদের আহবান করেন।এসময় কালুপুর লঞ্চ ঘাট হয়ে বহিঃর্গমনেচ্চু যাত্রীসাধারণ ও পণ্য হতে টোল আদায়ের ইজারা প্রদান করেন সংশ্লিস্ট কর্তৃপক্ষ।খোলা দর বিজ্ঞপ্তিতে সর্বোচ্চ দর দাতা হিসেবে মোঃ আনোয়ার হোসেন ৪১২৬০০০ টাকা দর প্রকাশে উল্লেখিত কালুপুর লঞ্চঘাটের ইজারা প্রাপ্ত হন। ইজারা বিষয়ে বি,আই,ডব্লিউ,টি,এর ইনচার্জ কামরুজ্জামান মুঠোফোনে জানান কালুপুর লঞ্চঘাট ইজারা প্রদান প্রসঙ্গে আমরা উম্মুক্ত দর প্রকাশের আহবান করলে জনাব আনোয়ার হোসেন সর্বোচ্চ দর দাতা হিসেবে এক বছরের ইজারা মূল্য ৪১,২৬০০০/ (একচল্লিশ লক্ষ ছাব্বিশ হাজার) টাকা বি,আই,ডব্লিউ,টি,এ প্রদান করার সর্তে এক বছরের ইজারাদার বিবেচিত হন। ইজারাদার আনোয়ার হোসেন বলেন আমি সর্বোচ্চ দর দাতা হিসেবে বিবেচিত হওয়ায় আনন্দিত। তবে আমি মাননীয় নেতা ভোলার আপামর জনতার আস্থাভাজন আল হাজ্ব তোফায়েল আহ্ম্মেদ মহদয়ের ও একান্ত্র আশির্বাদে এ ঘাটে একটি সুন্দর যাত্রীছাউনি স্থাপন করে যাত্রীদের দুর্দশামুক্ত করব।এবং কোন প্রকার চাঁদাবাজি, অতিরিক্ত টোল আদায়, ও যাত্রী সাধারণ যেন কোন প্রকার হয়রানি না হয় সে দিকে আমার বিশেষ দৃস্টি থাকবে। এবং আগামী ১/৭/২০২০ তাং থেকে ঘাট উদ্ভোধন করার কথা জানান তিনি।