সর্বশেষঃ

লালমোহন উত্তর বাজারে ভয়াবহ আগ্নিকান্ড।। ৬ দোকান পুড়ে ছাই

ভোলার লালমোহন উত্তর বাজারের কাঁচা বাজার আড়ত পট্টি (খাল পাড়) এলাকায় ভয়াবহ অগ্নি কান্ডে ৬ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (১৯ জুন) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রায় ৪৫ মিনিট ধরে চলে আগুনের তান্ডব। মুহূর্তের মধ্যে আগুনের দাবানল ছড়িয়ে পড়তে শুরু করে। তাৎক্ষনিকভাবে খবর পেয়ে লালমোহন উপজেলা ও থানা প্রশাসন, ফায়ার সার্ভিস দ্রুত ছুটে আসে। সেই সাথে শত শত মানুষ ছুটে আসে আগুন নেভানোর জন্য। এদিকে পার্শ্ববর্তী উপজেলা থেকেও ফায়ার সার্ভিস আসে।

অগ্নিকান্ডে চা দোকান, পোল্ট্রি দোকান, কাঁচা মালের আড়ৎ, কুমাইরার দোকান, ফার্মেসি, গোস্তের দোকানসহ ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে কোটি টাকার ওপর ক্ষতি হয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের কান্নায় ভারী হয়ে ওঠেছে আকাশ বাতাস।

এদিকে ভোলা-৩ আসনের এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। দুর্যোগে সবাইকে ধৈর্য্য ধারণের আহবান জানান।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।