দৌলতখানে উপজেলা চেয়ারম্যানসহ আরো ৯ জন করোনায় আক্রান্ত

দৌলতখান উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ নতুন করে আরো ৯ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে।

আজ (১৮ই জুন) বৃহস্পতিবার বিকালে সিভিল সার্জন রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান নতুন আক্রান্ত ৯ জনের মধ্যে চারজনই দৌলতখান উপজেলা চেয়ারম্যানের পরিবারের সদস্য।

আক্রান্তরা হলেন বাংলাবাজার পুলিশ ফাঁড়ির সদস্য ২ জন, উত্তর জয়নগর ইউনিয়নের চালতাতলী এলাকার ১ জন, ব্যাংক কর্মকর্তা ১ জন ও দৌলতখান হাসপাতালে কর্মরতের পরিবারের ১ জন।

গতকাল বুধবার রাতে আসা পজিটিভ রিপোর্টে ১৪ জনের মধ্যে পূর্বে করোনা আক্রান্ত চারজনের পুনরায় পজিটিভ আসে।

দৌলতখানে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৮ জন। এদের মধ্যে চারজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আক্রান্তদের সবাইকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।