ভোলায় আরো ৯ জনের শরীরে করোনা শনাক্ত

ভোলার চরফ্যাশন উপজেলার এক ডাক্তার ও সদর উপজেলার এক স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরো ৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদর উপজেলায় ৭ জন, চরফ্যাশন উপজেলায় এক জন ও বাকি একজন মনপুরা উপজেলারএক ঔষধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৪৯ জনে। আজ বুধবার দুপুরে সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করেন। এসময় তিনি আরো জানান, নতুন আক্রান্ত ৯ জনকে আইসোলেশনে আনার পাশাপাশি তাদের বাড়ি লকডাউন করা হয়েছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় এ পর্যন্ত ১৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪৩ জন। মৃত দু’জন বাদে বর্তমানে আক্রান্ত আছেন ১০৬ জন। সূত্র আরো জানায়, সদর উপজেলায় করোনায় আক্রান্ত ৬৬ জনের মধ্যে সুস্থ ২৩ জন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে লালমোহন, চরফ্যাশন ও মনপুরায় তিন জনের মৃত্যু হয়েছে।
এ পর্যন্ত ভোলা থেকে ২ হাজার ৮৭৩ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা ও বরিশাল ল্যাবে পাঠানো হয়েছে। নমুনার রিপোর্ট এসেছে ২ হাজার ৪৭০ জনের। এর মধ্যে ২ হাজার ৩২১ জনের নমুনার রিপোর্ট নেগেটিভ আসলেও ১৪৯ জনের পজিটিভ আসে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।