দৌলতখানে মুক্তিযোদ্ধা মোজাম্মেল হককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

দৌলতখানে মুক্তিযোদ্ধা মোজম্মল হককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন দৌলতখান উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযুদ্ধা সংসদ কমান্ড ও মুক্তিযুদ্ধা সংসদ সন্তান কমান্ড।

বুধবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নে মুক্তিযুদ্ধা মুজাম্মেক হক ফরাজী বাড়ীর মসজিদ মাঠে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নিহতের কফিনে সালাম প্রদর্শন করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাছনাইন , থানার উপ পরিদর্শক (এস আই) গোলাম মোস্তফা নেতৃত্বে পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছেলেন।

বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অনেক পুলিশ সদস্য চিকিৎসা নিচ্ছেন। জনসচেতনতা বৃদ্ধির লক্ষে পুলিশের ভুমিকা চোখে পরার মত। তবে মুক্তিযুদ্ধা মোজাম্মেল হক করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন এমন কথা ওই এলাকার সবার মুখে শুনা যাচ্ছে। এই কথাগুলোকে পাত্তা না দিয়ে দৌলতখান থানা পুলিশের একজন উপ পরিদর্শক গোলাম মোস্তফা বৃষ্টিরমধ্যে ছুটে এসেছেন মুক্তিযুদ্ধা মোজাম্মেল হককে রাষ্ট্রীয় মর্যাদায় তার কফিনে সালাম প্রদর্শন করার জন্য।

ভাইরাস আতঙ্ক অনেকের মধ্যে জাগিয়েছে মৃত্যুভয়। মরণ ভাইরাসের বিস্তার যত ঘটছে, ততই আতঙ্ক বাড়ছে। আতঙ্কে লোপ পাচ্ছে হিতাহিত জ্ঞান। গুলিয়ে যাচ্ছে শত্রু-মিত্র বোধ। হয়তো এমনটাই হয়। কারণ এমন বিপদের মুখে পড়ার অভিজ্ঞতা বাংলাদেশের মানুষের নেই। নেই এমন দীর্ঘদিন ঘরবন্দি থাকার অভিজ্ঞতা। হয়তো সেই কারণেই এই অস্থিরতা। এমন এক বিরল পরিস্থিতিতে পুলিশ পরিণত হয়েছে ভরসা আর আস্থার প্রতীকে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।