সর্বশেষঃ

তজুমদ্দিনের সেই কিশোরীর মৃত্যু

ভোলার তজুমদ্দিনে স্বজনদের পেলে যাওয়া মাতৃহীন সেই করোনা ভাইরাস আক্রান্ত শিরিনা আক্তার (১৯) সুস্থ্য হয়ে বাড়ীতে ফিরে আসার ৫ দিন পর মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহী……… রাজিউন)। রবিবার সন্ধ্যায় কাজিকান্দি নিজ বাড়িতে হার্ট এটাক করে ইন্তেকাল করেন। তার মৃত্যুতে ভোলা-৩ আসনের সংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে নিজের ফেইজবুকে এক আবেগময় স্ট্যাটাস দেন। পাঠকদের উদ্দেশ্য তা তুলে ধরা হলো-
শিরিনা আক্তার। সহায় সম্বলহীন পরিবারের মা হারা মেয়ে। ও যখন করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয় তখন বাবা-ভাই-বোন-প্রতিবেশী সবাই মুখ ফিরিয়ে নেন। খবরটি শুনে ইষৎ চিন্তিত হয়ে পড়লাম। তাৎক্ষণিক নিজ উদ্যোগে শিরিনাকে হাসপাতাল নিয়ে চিকিৎসা করালাম। কিছুদিন পর টেষ্ট রিপোর্টে নেগেটিভ আসার পর ও বাড়িতে চলে যায়। হঠাৎ করে আজ সে হার্ট এটাকে মারা যান। খবরটি শুনে নিজের থেকে খুবই খারাপ অনুভব হচ্ছে। মানুষ মরনশীল। আমাদের প্রতিটি মানুষকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কিন্তু মা হারা শিরিনার অকাল মৃত্যু কোনভাবেই মেনে নিতে পারছিনা। পুরোপুরি সুস্থ হয়ে বাড়ীতে ফিরে আবার মৃত্যুর কোলে ঢলে পড়ল।
মরহুমার রুহের মাগফেরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের সকলের প্রতি আমি গভীর সহমর্মিতা প্রকাশ করছি। মহান আল্লাহ শিরিনাকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন। আমিন……

উল্লেখ্য, তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের কাজিকান্দি গ্রামের মোস্তাফিজুর রহমানের মেয়ে শিরিনা আক্তার (১৯) করোনা পজিটিভ ধরা পড়লে পিতা-ভাইসহ স্বজনরা তাকে গ্রহন করতে অস্বীকৃতি জানায়। খবর পেয়ে ভোলা-৩ তজুমদ্দিন-লালমোহন আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন ব্যক্তিগত ভাবে ওই কিশোরীর সকল ব্যয়ভার গ্রহন করে উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন। ৩১ মে থেকে ৯ জুন পর্যন্ত দীর্ঘ দশ দিন বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের করোনা ইউনিটে চিকিসা নেয়ার পর সুস্থ্য হয়ে গত মঙ্গলবার বাড়ী ফিরে আসেন ওই করোনা কিশোরী।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।