দৌলতখানে দুই মাদক ব্যবসায়ী আটক

ভোলার দৌলতখানে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভোলা ডিবিপুলিশ । শনিবার সকাল ৯টায় উপজেলার চরখলিফা ৭ নম্বর ওয়ার্ড থেকে ভোলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এস আই) আবু জাফরের সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই যুবকদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তারা হলেন, চরখলিফা ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল হাসেমের ছেলে আব্দুর রহমান, অন্যজন চরখলিফা ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল মালেকের ছেলে ফয়সাল।
ভোলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ভোলা জেল হাজতে পাঠানো হয়েছে।