করোনা ভাইরাস

মোহাম্মদ মাকসুদুর রহমান

হে খোদা তুমি ধরনা,
এই মহামারী করোনা।
রক্ষা কর মাওলা তুমি,
একটু দয়া করনা।

কত জীবন যায় যে ঝড়ে,
হাঁচি-কাঁশিতে যায় যে মরে।
মানবজাতী কাঁদছে আল্লাহ,
চাই তোমার-ই করুনা।

হে খোদা তুমি ধরনা,
এই মহামারি করোনা।
রক্ষা কর মাওলা তুমি,
একটু দয়া করনা।

কত নির্মম করোনা ভাইরাস,
মারছে মানুষ, নিচ্ছে যে শ্বাস।
পথে-ঘাটে মরন ব্যাধি,
বাঁচার উপায় বলনা।

হে খোদা তুমি ধরনা,
এই মহামারি করোনা।
রক্ষা কর মাওলা তুমি,
একটু দয়া করনা।

করোনা ভাইরাসে গেলে মরে,
কেউতো কাছে আসে না।
লাশ ফেলে পালিয়ে যায়,
কেউতো ভালবাসে না।
মানবতা আজ গেল কোথায়,
মানবজাতী আজ লজ্জিত হায়।
ইয়া রাসুল, ইয়া হাবিব,
নূর মোহাম্মদ মদিনা।

হে খোদা তুমি ধরনা,
এই মহামারি করোনা।
রক্ষা কর মাওলা তুমি,
একটু দয়া করনা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।