ভোলার কাচিয়া ৮ শত হতদরিদ্র পরিবারের মাঝে চাল ও মাস্ক বিতরণ

ভোলার কাচিয়া ইউনিয়নে উপজেলা পরিষদের পক্ষ থেকে সরকারি জি আর এর চাল ৮ শত হতদরিদ্র পরিবারের মাঝে বিতরন করা হয়। মঙ্গলবার সকাল ১১ টার সময় ইউনিয়ন পরিষদে সরকারি জি আর ১০ কেজি করে ৮ শত হতদরিদ্র পরিবারের মাঝে চাল ও ৮ শত মাস্ক বিতরন করেন জেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক কাচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম নকিব ও উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। এছাড়া এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাধারন সম্পাদ এবং ইউপি সদস্যবৃন্দরা।
এসময় জহুরুল ইসলাম নকিব বলেন, আপনিরা সামাজিক দুরুত্ব বজায় রেখে মুখে মাস্ক ব্যবহার করে চলবেন বেশি বেশি হাত ধুবেন এবং সরকার নির্দেশ মেনে ঘর থেকে বের হবেন ও সরকার এবং আমাদের সহযোগিতা করবেন। তিনি বলেন, আমরা আপনাদের পাশে আছি এবং থাকবো যতদিন পর্যন্ত আমরা সুস্থ্য থাকি। আমরা জননেতা তোফায়েল আহমেদ এমপির নির্দেশে আমাদের উপজেলা নির্বাহি কর্মকর্তাসহ জেলা আ’লীগ এবং চেয়ারম্যানবৃন্দরা কাজ করে যাচ্ছেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।