দেশে করোনায় মৃত্যুতে নতুন রেকর্ড, শনাক্ত ৩ হাজার ১৭১

দেশে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪৫ জন। এ নিয়ে করোনা শনাক্ত হয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা ৯৭৫ জন।

দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৬৬৪টি। নতুন সুস্থ হয়েছেন ৭৭৭ জন। মোট সুস্থ হয়েছেন ১৫ হাজার ৩৩৬ জন।

আজ মঙ্গলবার দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

গত ২ ফেব্রুয়ারি থেকে দেশে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু করে। ৮ মার্চ দেশে প্রথম রোগী শনাক্ত হয়।

সূত্র: যমুনা টেলিভিশন অনলাইন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page