ভোলায় আরও ৬ জনের করোনা পজিটিভ

ভোলায় নতুন করে আরো ৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদর উপজেলার চরেনোয়াবাদ এলাকার একজন হাসপাতালের ওয়ার্ডবয় ও শিবপুর ইউনিয়নের বাসিন্দা এক এনজিও ড্রাইভার রয়েছে। এছাড়া শহরের পুরাতন যুগীরঘোল এলাকায় এক কলেজ ছাত্রী, মধ্যবাপ্তায় একজন। অপরদিকে লালমোহন উপজেলার পৌর ৬ নং ওয়ার্ডে একজন ও মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়ায় একজন রয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৬৮ জনে।

আজ সোমবার সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী এসব তথ্য নিশ্চিত করেন। এ সময় তিনি আরো জানান, নতুন করোনা আক্রান্ত ৬ জনই আইসোলেশনে রয়েছে। পাশাপাশি তাদের বাড়িগুলো লকডাউন করা হয়েছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় এ পর্যন্ত ৬৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৮ জন। বর্তমানে আক্রান্ত আছেন ৫০ জন। সদর উপজেলায় করোনায় আক্রান্ত ৩৩ জনের মধ্যে সুস্থ ৮ জন। দৌলতখানে আক্রান্ত ৩ জনের মধ্যে সুস্থ ১ জন। বোরহানউদ্দিনে আক্রান্ত ৫ জনের মধ্যে সুস্থ ৩ জন। লালমোহনে আক্রান্ত ৮ জনের মধ্যে সুস্থ ১ জন। চরফ্যাশনে আক্রান্ত ৯ জনের মধ্যে সুস্থ ১ ও মনপুরা উপজেলায় আক্রান্ত ৮ জনের মধ্যে সুস্থ ৪ এবং তজুমদ্দিন উপজেলায় ২ জন আক্রান্ত রয়েছে। আক্রান্তদের মধ্যে ৫ জন করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন এবং বাকিরা নিজ নিজ বাড়িতে চিকিৎসকদের তত্ত্বাবধানে হোম আইসোলেশনে আছেন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে লালমোহন, চরফ্যাশন ও মনপুরায় তিন জনের মৃত্যু হয়েছে।

এদিকে সিভির সার্জন কার্যালয় সূত্র জানায়, এ পর্যন্ত ভোলা থেকে ২ হাজার ৩০৬ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা ও বরিশাল ল্যাবে পাঠানো হয়েছে। নমুনার রিপোর্ট এসেছে ১ হাজার ৬৯৯ জনের। এর মধ্যে ১ হাজার ৬৩১ জনের নমুনার রিপোর্ট নেগেটিভ আসলেও ৬৮ জনের পজিটিভ আসে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page