সর্বশেষঃ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ভোলা থেকে প্রকাশিত দৈনিক ভোলা টাইমস্ পত্রিকায় ৭ জুন তারিখে “ভোলার গ্রামে চালপড়া খাইয়ে চুরি যাওয়া টাকা উদ্ধার নাটক ! সাবেক মেম্বার হারুনের নেতৃত্বে দুই যুবককে পিটিয়ে জখম, পায়ু পথে মরিচ দিয়ে নিপীড়ন, বাড়ী ঘরে হামলা-লুটপাট” শীর্ষক শিরোনামে একটি সংবাদ ছাপা হয় যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রনোদিত।
প্রকৃত ঘটনা হচ্ছে আমার শ্যালক সবসময় ঘরে টাকা রাখেন। সে দিনও একই অবস্থা। ঘরে টাকা রেখে তার বিয়ের কথা আলোচনার জন্য আমার বাড়ীতে আসেন এবং রাত্রী যাপন করেন। ওই রাতেই তার টাকাগুলো চুরি হয়। এলাকাবাসী ওই চোরদেরকে আটক করে এবং মারধর করে। আমি মারি তো নাই বরং যাতে না মারে তার জন্য বিনীতভাবে অনুরোধ করি। এই চোরেরা দীর্ঘদিন ধরে এ পেশায় নিয়োজিত। যার প্রমাণ ওই এলাকার প্রত্যেকের কাছে আছে। বিষয়টি সম্পর্কে আমি চেয়ারম্যান ও মেম্বারকে অবহিত করি। তারা আমাকে পুলিশে দেয়ার জন্য বলে। পুলিশ এসে ওদেরকে থানায় নিয়ে যায়। কিন্তু সংবাদে ৪/৫টি বাড়ী ভাংচুরের কথা লিখেছে, যা আদৌ সত্য নয়। আমি বাপ্তা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলাম। এলাকার একটি সংঘবদ্ধ গ্রুপ আমার নামে মিথ্যা অপবাদ ও সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করার চক্রান্তে সংবাদিক ভাইদেরকে ভুল বুঝিয়ে আমার নামে এই মিথ্যা নিউজ প্রকাশ করে। আমি সাংবাদিক এবং গোয়েন্দা সংস্থার কাছে অনুরোধ করবো এই ঘটনাটির সত্য উদঘাটন করার জন্য। আমি এই প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

মোঃ হারুন
পিতা-মৃত: খোরশেদ আলম
৬নং ওয়ার্ড, চরপোটকা
বাপ্তা, ভোলা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।