সর্বশেষঃ

রাজাপুরে রাস্তা নয় যেনো চাষের জমি

দ্বীপ জেলার সদর উপজেলায় কাচা রাস্তা তেমন নজরে পড়ে না কিন্তু উন্নয়নের স্রোতের মধ্যেও রাজাপুরের একটি গুরুত্বপূর্ণ ব্যস্ততম সড়ক যেনো চাষের জমি।

বৃহস্পতিবার সকালে সরেজমিন গিয়ে দেখা যায় ১নং রাজাপুর ইউনিয়নের দক্ষিন রাজাপুর গ্রামের মাসুদ মেম্বারের বাড়ীর সামনের সড়কটি চাষের জমিতে পরিণত হয়েছে।

এই রাস্তাটি দিয়ে রাজাপুর নিম্ম মাধ্যমিক বিদ্যালয়, রাজাপুর ল্যাবরেটরি স্কুল, রাজাপুর সরকারী প্রাথমিক স্কুল, গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়, মৌলভীরহাট মাদ্রাসা, ইলিশা মডেল কলেজ এর শিক্ষার্থীসহ পথচারীরা চলাচল করেন।
স্থানীয়রা জানান, এই সড়কটি দীর্ঘদিন বেহাল অবস্থা কেউ খবর রাখে না, রাজাপুরে দুইগ্রুপের রাজনীতির বলি হচ্ছেন এই সড়ক আর তার মাসুল দিচ্ছেন পথচারীরা।

ভোলা সরকারী কলেজ এর মাস্টাসের শিক্ষার্থী ও রাজাপুর আদর্শ নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের অতিথি শিক্ষক শরিফুল ইসলাম জানান, এই রাস্তা আর ইলিশা রাজাপুরের সীমানার রাস্তাটি ছাড়া এই দুই ইউনিয়নে আর কোন কাচা রাস্তা আছে বলে আমার জানা নেই, খুব দ্রুত এই দুইটি রাস্তা সংস্কার করার জন্য তিনিসহ পথচারীরা দাবী করেন।

পথচারীরা বলেন এই বর্ষার আগে সংশিষ্ট কর্তৃপক্ষ রাস্তাটি সংস্কার না করলে আমরা ধান রোপণ করে প্রতিবাদ করবো।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।