মনপুরায় বজ্রপাতে একজেলে নিহত

ভোলার মনপুরায় মাছ ধরার নৌকায় বজ্রপাত পড়ে এক জেলে নিহত হয়, অপর একজেলে গুরুত্বর আহত হয়। মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে এর কর্তব্যরত ডাঃ শিপন চন্দ্র পাল এই তথ্য নিশ্চিত করেন। বজ্রপাতে নিহত ও আহত জেলেরা হলেন, উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের কূলাগাজী তালুক গ্রামের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ আমজাদের ছোট ছেলে মোঃ মামুন (১৫) ও আহত বড় ছেলে মোঃ বেচু (২০)। তারা দুইজন আপন ভাই। মঙ্গলবার দুপুর ২ টায় উপজেলার মনপুরা ইউনিয়নের পূর্বপাশে মেঘনায় ইলিশ শিকারের সময় জেলে নৌকায় এই ঘটনা ঘটে। পরে তাৎক্ষনিক উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস হাসপাতালে এসে বজ্রপাত পড়ে নিহত জেলে মোঃ মামুনের পরিবারকে জেলা প্রশাসনের অনুদানের ২০ হাজার টাকা তুলে দেন।


পরিবার সূত্রে জানা যায়, বজ্রাপাতে নিহত জেলে মোঃ মামুন মনপুরা আন্দিরপাড় মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। মঙ্গলবার দুপুরে ভাইকে সাথে নিয়ে ইলিশ শিকারে যান বড় ভাই বেচু। পরে দুপুর ২ টায় ইলিশ শিকারের সময় জাল পাতা অবস্থায় বজ্রপাত পড়ে ছোট ভাই জেলে ও স্কুল ছাত্র মোঃ মামুন নিহত হয়। অপরদিকে বড় ভাই মোঃ বেচু আহত হয়।

মনপুরার সদর হাসপাতালের কর্তব্যরত ডাঃ শিপন চন্দ্র পাল জানান, বজ্রপাতে একজেলে মোঃ মামুন মারা গেছে, অপর জেলে গুরুত্বর আহত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস জানান, নিহত জেলে পরিবারের স্বজনদের কাছে জেলা প্রশাসনের অনুদানের ২০ হাজার টাকা দেওয়া হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।