এই নিয়ে আক্রান্তর সংখ্যা মোট ১৪ জন

ধনবাড়ীতে নতুন করে ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত

 

টাংঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় করোনাভাইরাসে নতুন করে ৩ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪ জন। সোমবার (১ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহানাজ সুলতানা তথ্যটি দৈনিক ভোলার বাণী কে
নিশ্চিত করেছেন। এদের মধ্যে ১ জন পুরুষ ও ২ জন মহিলা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহানাজ সুলতানা আরও দৈনিক ভোলার বাণী কে জানান, গত ২৮ মে তাদের নমুনা সংগ্রহ করে টেস্টে পাঠানো হয়। সোমবার (০১ জুন) টেস্টের ফলাফল আসলে তাদের ৩ জনের পজিটিভ আসে। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪ জন।

ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা দৈনিক ভোলার বাণী কে বলেন, আক্রান্তদের চিকিৎসার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা স্বাস্থ্য বিভাগকে নির্দেশনা দেয়া হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page