তজুমদ্দিনে আড়ালিয়া মাদ্রাসায় বিশৃংখলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
ভোলার চরফ্যাশনে সাংবাদিক মামুনকে হুমকির অভিযোগ
দৈনিক জনকন্ঠ ও দৈনিক সময়ের চিত্র পত্রিকায় ভোলার চরফ্যাশনের সাংবাদিক এ আর মামুনকে হামলা ও মামলার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। চরফ্যাশন উপজেলার আহাম্মদপুর ইউনিয়নে জেলেদের চালচুরি ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশ করায় আহাম্মদপুর ইউপি চেয়ারম্যান ফকরুল ইসলাম, তার ভাই ও তার সন্ত্রাসী বাহিনী কর্তৃক এই হামলা ও মামলার হুমকি প্রদান করা হয়েছে বলে সাংবাদিক এ আর মামুন অভিযোগ করেছেন।
মামুন আরো জানান, গত (১১মে) আহাম্মদপুর ইউপি সদস্যের চাল চুরির সংবাদ প্রকাশ করায় একটি প্রভাবশালী ওই মহল আমার সুনাম নষ্ট করার জন্য আমাকে চাঁদাবাজ আখ্যা দিয়ে বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে।এছাড়াও নানাভাবে হুমকি ধামকি দিয়ে আসছে।
এ ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন ভোলা চরফ্যাশন, লালমোহন, বোরহান উদ্দিন, দৌলতখান, তজুমদ্দিন, মনপুরা, দক্ষিণ আইচা, শশীভূষন, দুলারহাট প্রেস ক্লাব ও জেলার পেশাদার সাংবাদিকগন। সাংবাদিকরা বিষয়টি তদন্ত সাপেক্ষে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি দেয়া এবং সন্ত্রাসী কর্মকার্ন্ড বন্ধের জন্য প্রশাসনের কাছে দাবী জানান।