সর্বশেষঃ

ডরপ ও পানি ব্যাবস্থাপনা নাগরিক কমিটির সহযোগিতায়

ভোলার উত্তর দিঘলদী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

জন অংশীদারিত্বে টেকসই উন্নয়ন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার লক্ষে বুধবার (২৭ মে) ভোলা সদর উপজেলার ১২ নং উত্তর দিঘলদী ইউনিয়ন পরিষদের ২০২০-২১ অর্থবছরের বাজেট ঘোষনা করা হয়েছে। বেসরকারি সংস্থা ডরপ ও পানি ব্যাবস্থাপনা নাগরিক কমিটির সহোযোগিতায় উত্তর দিঘলদী ইউনিয়ন পরিষদ উস্মুক্ত বাজেট সভা অনুষ্ঠানের আয়োজন করে।


পরিষদ কার্যালয়ে ১২ নং উত্তর দিঘলদী ইউনিয়ন পরিদের চেয়ারম্যান লিয়াকত হোসেন মনসুরের সভাপত্বিতে ইউপি সচিব মো: রিয়াজ উদ্দিন ২০২০-২০২১ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন। এবারের বাজেটে বিশেষ করে করোনা ভাইরাস মোকাবেলার জন্য স্বাস্থ্য খাত বিশেষ করে গভীর নলকুপ, টয়লেট প্রান্তিক জনগোষ্টি, মহিলা, প্রতিবন্ধী ন্যাপকিন ও হাউজিন খাতে বরাদ্দ বেশী এবং বাজেটে এ খাতটি পৃথক করা হয়।

বাজেটে আয় ধরা হয়েছে ২ কোটি ২২ লাখ ৮০ হাজার টাকা, ব্যায় ধরা হয়েছে ২ কোটি ২২ লাথ ১৫ হাজার ৪ শত ৩৮ টাকা, উদ্বৃত্ত ধরা হয়েছে ৬৪ হাজার ৫ শত ২২ টাকা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।