সর্বশেষঃ

করোনায় শান্ত মারিয়াম ইউনিভার্সিটি ও সুন্দরবন কুরিয়ারের প্রতিষ্ঠাতার মৃত্যু

ফাইল ছবি

 

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা মো. ইমামুল কবীর শান্ত মারা গেছেন।

শনিবার সকাল ৭টায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তার মৃত্যু হয়।

শান্ত মারিয়াম ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা লিলি ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ইমামুল কবীর শান্ত সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রা.) লিমিটেড, শান্তনিবাস ও  শান্ত মারিয়াম ফাউন্ডেশনসহ বেশ কয়েকটি  প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানও ছিলেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মন্ত্রী এক শোকবার্তায়  মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত  কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page