সর্বশেষঃ

ভোলায় অবৈধ কাকড়া ট্রলির ছোবলে প্রাণ হারালো ১০ বছরের এক শিশু

 

ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকেরহাট কলেজ সংলগ্ন ভোলা – ভেদুরিয়া রুটে এ দুর্ঘটনাটি ঘটে। এতে সোহেল (১০) পিতা জামাল মাস্টার, এক শিশু ঘটনাস্থলে নিহত হয় এবং অট্রোর ড্রাইভারসহ একই পরিবারের আরো ৩জন আহত হয়। আহতদের ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত সোহেলের বাবা জামাল মাস্টার বলেন,দুপুরে আমার বোনের বাসায় অটো গাড়িতে করে রওনা হয়। ভেদুরিয়া এলাকার ব্যাংকেরহাট কলেজসংলগ্ন কাকড়া টলি ও অটোগাড়ির মুখোমুখি সংঘর্ষে আমার ছেলে সোহেল নিহত হয়।

এই বিষয়ে ভেলুমিয়া ফাঁড়ির ইনচার্জ আরমান হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।