ভোলার তজুমদ্দিনে এক এনজিও কর্মী করোনায় আক্রান্ত

ভোলার তজুমদ্দিন উপজেলায় প্রথমবারের মতো  ঢাকা থেকে আসা এক এনজিও কর্মী করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। ৩৫ বছর বয়সী ওই ব্যক্তি সপ্তাহখানেক আগে ঢাকা থেকে তজুমদ্দিন আসেন। এ নিয়ে জেলায় ১৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কবির হোসেন।

তিনি বলেন, করোনা উপসর্গ না থাকলেও ঢাকা ফেরত হওয়ায় ওই এনজিও কর্মীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ১৮ মে ঢাকা ল্যাবে পাঠানো হয়। এর পর ২২ মে রাতে পাওয়া রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। করোনা আক্রান্ত ওই এনজিও কর্মী সুস্থ্য থাকলেও তাকে তজুমদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে রাখা হবে বলে জানান তিনি। এদিকে এ ঘটনায় উপজেলার চাঁদপুর ইউনিয়নের মোল্লার পুকুরপার এলাকার মান্নান ক্বারির বাড়ি উপজেলা প্রশাসন লকডাউন করেছে বলে নিশ্চিত করেছেন তিনি। করোনা আক্রান্ত ওই ব্যক্তির বাড়ি লালমোহন। তিনি তজুমদ্দিনে শশুর বাড়ি ঈদ উদযাপন করার উদ্দেশ্যে এসেছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।