সর্বশেষঃ

ভোলার চরনোয়াবাদ বন্ধু মহলের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়ন এর চরনোয়াবাদ চৌমুহনী এলাকার বন্ধু মহলের উদ্যোগে প্রতি বছরের ন্যায় ৬ষ্ঠ বারের মতো হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে উপহার স্বরূপ ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ শনিবার (২৩ মে) সকালে পশ্চিম চরনোয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারনে কর্মহীন হতদরিদ্র ও অসহায় শতাধিক পরিবারের মাঝে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় প্রত্যেকটি পরিবারে মাঝে চাউল, চিনি, সেমাই, দুধ, বাদাম ও লাইফবয় সাবান বিতরণ করা হয়।

ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ওবায়েদুল হক বাবুল মোল্লা মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম, স্থানীয় মুরব্বি জাহাঙ্গীর মাতাব্বর, সোলায়মান মাল, মোঃ রুবেল, ওবায়েদুল হাওলাদার, মোঃ মনির, মোঃ সোহেল ফরাজি, মোঃ বাপ্পি, মোঃ রিয়াজ হাওলাদার, মোঃ মোস্তাকিম, শুভ ফরাজি, মোঃ মমিন মাল প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page