অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদুল ফিতরের উপহার ও নগদ অর্থ বিতরণ করলেন এমপি শাওন

ভোলা-৩ আসনের সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহ্জ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এমপি বলেছেন বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদক্ষেপ নিয়েছেন, তা বিশ্বে এক অনুকরণীয়। আসন্ন পবিত্র ঈদুল ফিতরের ধর্মীয় উৎসবে অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখার বিকল্প নেই। মনে রাখবেন সামান্য একটু অবহেলা বড় ধরনের দূর্ঘটনার কারন হতে পারে।
২৩ মে শনিবার দিনব্যাপী ব্যক্তিগত উদ্যেগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদুল ফিতরের উপহার নগদ অর্থ বিতরণ কালে প্রধান অতিথী এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন। এমপি শাওন বলেন, আগে জীবন বাচান পরে উৎসবে মেতে উঠুন। সরকারি ভাবে ৩১ দফা মেনে চলতে সকলকে আহবান জানান তিনি। জননেত্রী শেখ হাসিনা নির্দেশে দরিদ্র জনগোষ্ঠীর তালিকা করে তাদের কাছে খাদ্য পৌঁছানো হচ্ছে। করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সবাইকে ঘরে অবস্থান করার আহবান জানান তিনি। সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে।
এসময় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকির বিশ্বাসসহ অনান্য আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।