বোরহানউদ্দিনের টবগীর বেড়ী বাধ সংস্কার করলেন জসিম হাওলাদার
চলমান ঘুর্নিঝড় আম্পান পুরোপুরি আঘাত হানার পুর্বেই ঝুকিপুর্ন হয়ে পরা ভোলার বোরহানউদ্দিনের টবগী ৪ নং ওয়ার্ডের মেঘনা নদী সংলগ্ন বেড়ী বাধঁটি নিজ উদ্দ্যোগে সংস্কার করেছেন টবগী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সদস্য স্থানীয় জনবান্ধব নেতা জসিম উদ্দিন হাওলাদার। ২০ ই মে মঙ্গলবার বিকেলে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
এ বিষয়ে জসিম উদ্দিন হাওলাদার জানান, আমি দেখলাম বাধঁটি ঝুকিপুর্ন হয়ে আছে, রাতে মেঘনার ঠেউ এসে আছড়ে পরলে বাধঁটি থাকবে না, তাই আমি পানি উন্নয়ন বোর্ডের অফিসে ফোনকল করে বস্তা সংগ্রহ করি এবং নিজের ব্রিকফিল্ডের লেভার, ট্রাক ও ভেকু দিয়ে সংস্কার কার্যক্রম সম্পন্ন করি।
স্থানীয় সংরক্ষিত ইউপি সদস্যের স্বামী হেলাল উদ্দিন নয়ন জানান, জসিম হাওলাদার একজন সমাজসেবক ও জনদরদী নেতা। কিছু কিছু লোক ফেক আইডির মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ওনার সম্মান ক্ষুন্ন করার চেষ্ঠা করতেছে। কিন্তু তাতে কেনো লাভ হবেনা। জসিম হাওলাদারকে মানুষ ভালাবাসে, তিনিও সবার কল্যানে কাজ করেন।