স্বীকৃতি পেতে দারে দারে ঘুরছেন ভোলার শহীদ শাহাবুদ্দিনে পরিবার
মনপুরায় গাছ থেকে পড়ে একজনের মৃত্যু

ভোলার মনপুরায় বাবা ও ছেলে গাছে উঠে ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে বাবার মৃত্যু হয়। পরে মুমূর্ষ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার শিপন চন্দ্র পাল মৃত ঘোষনা করে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের কাউয়ারটেক গ্রামের ৭নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে। গাছ থেকে পড়ে মৃত্যুবরণকারী হলেন, উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ বেচু (৪৫)।
জানা যায়, মঙ্গলবার সকালে বাবা বেচু ও ছেলে সাখাওয়াত বাড়ির রেনট্রি গাছে উঠে ডাল কাটতে গেলে গাছ থেকে পড়ে যায় বাবা বেচু। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে আনলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করে। পরে জানাযা শেষে দাফন করা হয়।
মনপুরা হাসপাতালের আবাসিক ডাঃ শিপন পাল জানান, হাসপাতালে আনার আগে তিনি মৃত্যুবরণ করে। মনপুরা থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, নিজের বাড়ির গাছ থেকে পড়ে বেচু নামে একজন মারা গেছে।
