ভোলায় ১০ হাজার হত দরিদ্রদের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ

করোনাভাইরাসের প্রভাবে সৃষ্ট পরিস্থিতিতে বিভিন্ন ধরনের সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে জাতীয়তাবাদী দল বিএনপি।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও ভোলা জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর এর পক্ষ থেকে গরীব ও কর্মহীন ১০ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ভোলা জেলা বিএনপি।
চলমান ত্রাণ বিতরণের অংশ হিসেবে মঙ্গলবার (১৯ই মে) সকাল ১১ টায় কর্মহীন দুস্থ ও অসহায়দের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন রশীদ ট্রুম্যান যুগ্ম সাধারন সম্পাদক হুমায়ুন কবির সোপান, যুগ্ম সাধারন সম্পাদক তরিকুল ইসলাম কায়েদ, মোঃ কবির হোসেন,  ইয়ারুল আলম লিটন, মোঃ হেলাল উদ্দিন, যুব দলের সাধারন সম্পাদক আব্দুল কাদের সেলিম, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মোস্তফা কামাল, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি জামিল হোসেন ওয়াদুদ, সাধারন সম্পাদক মোঃ আল আমিন, সাংগঠনিক সম্পাদক মোঃ আকবর আকন সহ বিএনপির জেলা ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় প্রতি পরিবারের মাঝে দশ কেজি চাল, দুই কেজি পেয়াজ, এক কেজি ডাল, তিন কেজি আলুসহ সাবান প্রদানের মাধ্যমে করনা ভাইরাসের সম্পর্কে সচেতন করা হয়।

উল্লেখ্য, করোনাভাইরাসকালীন এই দুর্যোগের শুরু থেকেই সাবেক ধর্ম মন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের যোগ্য উত্তরসূরী ও ভোলা সদর থানা বিএনপি’র আহ্বায়ক আসিফ আলতাফ এর উদ্যোগে খাদ্য সহায়তা কর্মসুচী গ্রহন করা হয়। এরই অংশ হিসেবে ভোলার সদর থানার বিভিন্ন ইউনিয়নে দরিদ্র কর্মহীন পরিবাবের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে ।

এছাড়াও ভোলা জেলার সবকয়টি উপজেলায় বিএনপি সমর্থিত এমপি প্রার্থীরা সহায়তা কার্যক্রম চলিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।