ভোলার শিবপুরে তোফায়েল আহমেদের পক্ষে ঈদ সামগ্রী বিতরণ

সাবেক শিল্প ও বানিজ্য মন্ত্রী ও ভোলা-১ আসনের সাংসদ সদস্য তোফায়েল আহমেদ বর্তমানে কোভিড-১৯ ও ঘূর্ণিঝড় আম্ফান থেকে ভোলাবাসীকে সর্তকভাবে থাকার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (১৯ মে) বেলা ২ ঘটিকার সময় ৭নং শিবপুর ইউনিয়নের রতনপুর মাধ্যমিক বিদ্যালয়ে অসহায় গরীব মানুষের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে চেয়ারে বসিয়ে ৪৫০ জন মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে টেলিকনফারেন্সে তিনি একথা বলেন ।
তোফায়েল আহম্মদ এম পি বলেন, ভোলা সদরে প্রতিটি অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে। প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন যেসব এলাকায় করোনা রোগী সনাক্ত হয় সেসব এলাকা লকডাউন করে দিতে হবে। তিনি বলেন, গরীবদের কোন দল নেই, ত্রান দেওয়ার বেলায় দলমত না দেখে বিতরন করার জন্য নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মমিন টুলু, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মো:ইউনুছ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মঈনুল হোসেন বিপ্লব, শিবপুর ইউনিয়নে চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: সেলিম প্রমুখ।