বোরহানউদ্দিনে জীবিত হরিণ উদ্ধার

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মেঘনা নদী থেকে একটি জীবিত হরিণ উদ্ধার করেছে স্থানীয় জেলেগণ। সোমবার (১৮ মে) দুপুরের দিকে উপজেলার মির্জাকালু মেঘনা নদীর এলাকা থেকে এ হরিণটি উদ্ধার করা হয়।
জানা গেছে, কয়েকজন যুবক নদীতে মাছ ধরছিল। এ সময় পানিতে হরিণটি বেসে থাকতে দেখে তারা উদ্ধার করে নিয়ে আসে। পরে বিষয়টি তৎক্ষণিকভাবে মির্জাকালু পুলিশ ফাঁড়িকে জানালে ফাঁড়ির ইন্সপেক্টর মোঃ ফোরকান হাওলাদার ও এসআই জামাল শেখ সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের কাছ থেকে হরিণটি উদ্ধার করে। পরে উদ্ধারকৃত হরিণটি স্থানীয় বনবিভাগের কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।