বোরহানউদ্দিনে জীবিত হরিণ উদ্ধার

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মেঘনা নদী থেকে একটি জীবিত হরিণ উদ্ধার করেছে স্থানীয় জেলেগণ। সোমবার (১৮ মে) দুপুরের দিকে উপজেলার মির্জাকালু মেঘনা নদীর এলাকা থেকে এ হরিণটি উদ্ধার করা হয়।

জানা গেছে, কয়েকজন যুবক নদীতে মাছ ধরছিল। এ সময় পানিতে হরিণটি বেসে থাকতে দেখে তারা উদ্ধার করে নিয়ে আসে। পরে বিষয়টি তৎক্ষণিকভাবে মির্জাকালু পুলিশ ফাঁড়িকে জানালে ফাঁড়ির ইন্সপেক্টর মোঃ ফোরকান হাওলাদার ও এসআই জামাল শেখ সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের কাছ থেকে হরিণটি উদ্ধার করে। পরে উদ্ধারকৃত হরিণটি স্থানীয় বনবিভাগের কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page