বৈরী আবহাওয়ার কারণে ভোলার বেতুয়া-মনপুরাসহ উপকূলীয় অঞ্চলে নৌযান চলাচল বন্ধ
ত্রাণের দাবীতে চরফ্যাশন ডেকোরেটর মালিক শ্রমিকদের মানব-বন্ধন
বাংলাদেশ ডেকোরেটর সাউন্ড সিস্টেম মালিক ও শ্রমিক সমিতির চরফ্যাশন শাখার উদ্যোগে সোমবার সকাল ১০টায় চরফ্যাশন প্রেসক্লাবের সামনে চার দফা দাবী করে মানবন্ধন করেছেন। ডেকোরেটর ও সাউন্ড সিস্টেম মালিক শ্রমিকদের দাবী এনজিও‘র ঋণের কিস্তি প্রতিষ্ঠান চালু না হওয়া পর্যন্ত বন্ধ রাখা, তাদের জন্য প্রণোদনার প্যাকেজ ঘোষনা করা। সারা দেশে প্রায় ২৫ লাখ শ্রমিক মানবেতর জীবন যাপন করেছে। ব্যবসা প্রতিষ্ঠান খোলা না হওয়া পর্যন্ত অনুদান প্রদান।
ডেকোরেটর ও সাউন্ড সিস্টেম মালিক ও শ্রমিক সমিটির নেতৃবৃন্দ জানান, দেশে ব্যবসা প্রতিষ্ঠান ২ মাস বন্ধ রয়েছে, কবে খোলা হবে বলা যায়না। দোকানের ক্রোকারিজ মালামাল কাপর, বাশ নষ্ট হয়ে যাচ্ছে। এতে ক্ষতির পরিমান প্রায় ২৫ হাজার কোটি টাকা। তার থেকে মুক্তি পাওয়ার জন্যে প্রণোদনা ঘোষনার দাবী করেন।
এই সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ডেকোরেটর ও সাউন্ড সিস্টেম মালিক ও শ্রমিক সমিটির চরফ্যাশন শাখার সভাপতি ও ফ্যাসন ডেকারেটরের প্রোপাউটর মিজানুর রহমান, সাধারণ সম্পাদক অলংকার ডেকোরেটরের প্রোপাইটর ফরহাদ হোসেন ও শাহাজালাল ডেকোরেটরের আবদুল জলিলসহ মালিক শ্রমিকগন উপস্থিত ছিলেন।